কাঠালতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ
অফিসের ঠিকানাঃ ডাকঘর- বুজরম্নগপুর, উপজেলা- পাথরঘাটা,জেলা- বরগুনা।
অফিসঃ দোতলা ভবন
কর্মকর্তার প্রোফাইলঃ
নামঃ শৈলেন হালদার
পদবীঃ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
মোবাইলঃ ০১৭৩০৩০১০৪৪
কর্মচারীদের তথ্যঃ
নামঃ স্মৃতি মন্ডল
পদবীঃ পরিবার কল্যান পরিদর্শিকা
মোবাইলঃ ০১৭১৯৬৬১৬৬৯
কাঠালতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রঃ
* কেন্দ্রে আগত নারী পুরম্নষ, শিশু, বৃদ্ধ সকলকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।
* কেন্দ্রে আগত সক্ষমদম্পতিদের প্রয়োজনমত পরিবার পরিকল্পনা সামগ্রী বিনামূল্যে বিতরন করা হয়।
* কেন্দ্রে আগত গর্ভবতী মায়েদের চেক আপ সহ উপদেশ এবং আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
* প্রসুতি মায়েদের প্রয়োজনীয় সেবা এবং উপদেশ দেওয়া হয়।
*কেন্দ্রে আগত সক্ষমদম্পতিদের দুই সমত্মানের অধিক নয় স্থায়ী পদ্বতিতে নেওয়ার পরামর্শ প্রদান করা হয়।
*কেন্দ্রে আগত মা ও শিশু সহ সবাইকে সরবরাহ সাপেক্ষেবিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
*কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
* ঝুকিপূর্ন গর্ভবতী মা সহ যে কোন রোগীকে ঝুকিপূর্ন মনে হলে উপজেলা হাসপাতালে বদলী করা হয়।
* কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
সেবা গ্রহীতার কর্তব্যঃ
· সেবা প্রদানকারী গন সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরন প্রাপ্তির অধিকার রাখে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস