কালের সাক্ষী বহনকারী বলেশ্বর ও বিশখালী নদীর তীরে গড়ে উঠা পাথরঘাটা উপজেলার একটি ঐতিয্যবাহী অঞ্চল হলো কাঠালতলী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ কাঠালতলী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।
ক) নাম- ৭নং কাঠালতলী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন- ১৪.০৯ ( বর্গ কিঃ মিঃ )
গ) লোক সংখ্যা- ১৯৭৮৮ জন ( ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী )
ঘ) গ্রামের সংখ্যা- ০৯ টি।
ঙ) মৌজার সংখ্যা- ০৫ টি।
চ) হাট বাজারের সংখ্যা- ০৪ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম- বাস/ মটর সাইকেল।
জ) শিক্ষার হার- ৫৮.০৯%।
সরকারী প্রাথমিক বিদ্যালয় - ০৯ টি।
রেজিঃ প্রাথমিক বিদ্যালয় - ১৩ টি।
মাধ্যমিক বিদ্যালয় - ০৪ টি।
দাখিল মাদ্রাসা - ০৪ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান - জনাব, মোঃ হাবিবুর রহমান
ঞ) গুরম্নত্বপূর্ন ধর্মীয় স্থানঃ নাই।
ট) ইউপি পুরাতন ভবন স্থাপন কাল ১৯৯০ইং।
ঠ) ইউপি কমপেস্নক্স ভবন ২৫-১২-২০০৯ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরন ঃ-
১) শফথ গ্রহনের তারিখ- ১৮- ০৫- ২০১১
২) প্রথম সভার তারিখ - ২৮- ০৫- ২০১১
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখ - ২৮-০৫-২০১৬
ঢ) গ্রাম সমূহের নাম -
* উত্তর কাঠালতলী * কাঠালতলী * দক্ষিন কাঠালতলী
* উত্তর তালুক চরদুয়ানী * দক্ষিন তালুক চরদুয়ানী * কালিবাড়ী
* কিরনপুর * কালিপুর * কালিবাড়ী কালিপুর
ণ) ইউনিয়ন পরিষদ জনবল -
১) নির্বাচিত পরিষদ সদস্য ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব ০১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ ০৯ জন।
৪) দফাদার ০১ জন।
* গ্রাম ভিত্তিক লোক সংখ্যাঃ
গ্রামের নাম | জনসংখ্যা | ||
পুরম্নষ | মহিলা | মোট | |
উত্তর কাঠালতলী | ১২১৫ | ১০৯৬ | ২৩১১ |
কাঠালতলী | ১২৫২ | ১১৯৯ | ২৪৫১ |
দক্ষিন কাঠালতলী | ১১৮৩ | ১১১০ | ২২৯৩ |
উত্তর তালুক চরদুয়ানী | ১১৪৪ | ১১৬৩ | ২৩০৭ |
দক্ষিন তালুক চরদুয়ানী | ১১২০ | ১১৫৮ | ২২৭৮ |
কালিবাড়ী | ১৫৯২ | ১৬১০ | ৩২০২ |
কিরনপুর | ৭৭১ | ৭৯৪ | ১৫৬৫ |
কালিপুর | ৯৯৩‘ | ১০০০ | ১৯৯৩ |
কালিবাড়ী কালিপুর | ৬৮৭ | ৭০১ | ১৩৮৮ |
যোগাযোগ ব্যবস্থাঃ
পাথরঘাটা উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব ২০ কিঃ মিঃ
উপজেলা থেকে ইউনিয়নে যাতায়েতের ব্যবস্থাঃ
বাস ভাড়ার হার ২০ টাকা (জন প্রতি)
মটর সাইকেল ভাড়ার হার ৬০ টাকা
গ্রাম থেকে ইউনিয়ন পরিষদে যাতাযাতের ব্যবস্থাঃ
উত্তর কাঠালতলী থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ১০০ টাকা
কাঠালতলী থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ৬০ টাকা
দক্ষিন কাঠালতলী থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ৫০ টাকা
উত্তর তালুক চরদুয়ানী থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ৪০ টাকা
দক্ষিন তালুক চরদুয়ানী থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ৩০ টাকা
কালিবাড়ী থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ২০ টাকা
কিরনপুর থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ৩০ টাকা
কালিপুর থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ৫০ টাকা
কালিপুর কালিবাড়ী থেকে ইউনিয়ন পরিষদ পর্যমত্ম মটর সাইকেল ভাড়ার হার ৪০ টাকা
* দর্শনীয় স্থানঃবলেশ্বর নদীর তীর।
* হাট বাজারঃকাঠালতলী ইউনিয়নে হাট বাজারের সংখ্যা মোট ০৪ টি।
· কাঠালতলী বাজার।
· তালুকের চরদুয়ানী বাজার।
· কামারহাট বাজার্।
· সফিলপুর বাজার।
২। ৭নং কাঠালতলী ইউনিয়ন পরিষদ-
১। সাংগঠনিক কাঠামোঃ
২। ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ
· আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
· অপরাধ বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদÿÿপ গ্রহন করা।
· কৃষি, বৃÿরোপন, মৎস্য ও পশু পালন, স্বাস্থ্য, কুটির শিল্প,সেচ যোগাযোগ।
· পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
· স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
· জনগনের সম্পত্তি যথা- রাসত্মা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরÿন।
· ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
· স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উৎসাহ করা।
· জন্ম-মৃত্যু, অন্ধ, ভিÿুক ও দুস্থদের নিবন্ধন করা।
· সব ধরনের শুমারী পরিচালনা করা।
বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাসত্মবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাসত্মবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, জন্ম-মৃত্যু সনদ সহ বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস